মহাকালের বুকে কোনদিন থামেনি মৃত্যুর মিছিল
সেই মিছিলে তুমি আমি একদিবসে হয়ে যাবো শামিল।
বেলা-অবেলা হায়! বলা না বলা চলে যাবতো একদিন
বিশ্বাসে অথবা অবিশ্বাসে বেজে যাবে মৃত্যুবীণ।
আমিতো ছিলামনা আমিতো থাকবোনা এই চিরসত্য
তবুও মন ভাবে যে অনুক্ষণ টিকে থাকবে শাশ্বত।
এ পৃথিবীর আলো-বায়ু-জল যেমন আছে তেমনি রবে
নিশীথে বাঁকা চাঁদ প্রভাতে রক্তিম ঊষা উদিত হবে।
মাঠভরা ফসল ঘরে তোলে কৃষক- বুনবে যে শস্য
বাথানে চড়বে যে ধেনু, মাঠ ঘাটেতে ছাগ-মেষ-অশ্ব।
ঘরবাড়ি ও বাগ পৃথিবীতে আছে যা স্থাবর অস্থাবর
অধিকারহীন এ আমি ভিটে ও মাটি শূন্য চরাচর।
প্রানপাখি মিলিয়ে যাবে বাতাসে হবে নিথর দেহখান
বন্ধ হবে সব- ষড়রিপুর যতো অশুভ আহবান।
---------------------------
(মাত্রাবৃত্ত ৭+৭+৭)
০৬ মে, জুলাই ২০২০
দক্ষিণ খান, ঢাকা।