খুব করে কতোবার বললাম
বড়ো ভালোবাসি তোমায়,
কতোবার পাঠিয়েছি লাভের ইমোজি;
সরলতার মূর্তি তুমি-
তারপরও থেকেছো নিরুত্তর।
শুধু তুমি নীরবে হেসেছো
একগাল সলাজ হাসি,
অধর বেয়ে ঝরে গেছে
মুক্তো দানার ঝিলিক,
ইতস্তত ভাবনারা ধরে নিয়েছে
উত্তর- মৌনতাই সম্মতি।
বুজলাম ভালোবাসি বলার পেলাম অধিকার,
পেলাম পলল গঠিত স্নেহভরা উর্বর ভূমি।
যদি তুমি মৌসুমে বৃষ্টি দাও- তাহলে
বপন করে দেবো কিছু উফশী জাতের বীজ,
অঙ্কুরিত হবে আদরে সোহাগে;
একদিন কচি কিশলয় মেলে
ধরবে শাখা ফুলে ফলে।
১৮ এপ্রিল, ২০২০
রায়পুরা, নরসিংদী।