নদীর ধারে কে গো তুমি জল আনিতে যাও
তোমায় দেখে ঘাটের মাঝি উল্টো টানে নাও
মুক্তোঝরা হাসি তোমার আলতা রাঙ্গা পাও
ডাগর চোখে উদাস মনে গুনগুনিয়ে গাও
ছলাৎ ছলাৎ চল তুমি না দেখে ডান বাও
দেহতো নয় লাউয়ের ডগা পিছন ফিরে চাও
মেঘনার ঐ ঢেউ তনু মনে বাতাসে দোল খাও।

অধর লালে বেলা শেষে গোধূলি রাঙ্গাও
নগ্নপদে ছুটে চলে ঘাসের ঘুম ভাঙ্গাও
উড়না তোমার বনোলতা বাতাসে দোলাও
ঘনকালো কেশে তুমি ধূসর মেঘ উড়াও
বাগান বিনা বালুর বেলায় সুরভি ছড়াও
নদীর ধারে কে গো তুমি কলসি কাখে যাও
তোমায় দেখে ঘাটের মাঝি উল্টো টানে নাও।

স্বরবৃত্ত
২২/০২/২০২০
রায়পুরা, নরসিংদী।