মেঘলা আকাশ আমার ভালো লাগে;
যখন আকাশ মেঘে ঢাকা থাকে, বৃষ্টি হয়না
সূর্যটাও থাকে মেঘেরই আড়ালে
এমন মুহূর্ত সবচেয়ে উপভোগ্য লাগে।
সবাই যখন কাজ গুছিয়ে বৃষ্টির প্রতীক্ষায় থাকে-
বৃষ্টির আগমনি ঠান্ডা হাওয়া বয়ে যায় বৃক্ষের পত্র-পল্লব এলোমেলো করে।
এমন সময় মৃত্তিকা বৃষ্টির সংস্পর্শে আসতে আকুল হয়ে উঠে।
মনের ভিতর সুখানুভূতির একটা হাওয়া বয়ে যায়- কে যেন আসবে,
অনেক দিন পর দেখা হবে, এই তো সময়-
এরকম এলোমেলো ভাবনা দোল দিয়ে যায় হৃদয় জুড়ে।
আজ বৃষ্টি হবে- ঝড়ো হাওয়ার সাথে
আমি জানলার পাশে দাড়িয়ে থাকবো
ঝাপসায় আমার শরীর ভিজে যাবে- কখনও হাত বাড়াবো
স্বপ্ন কল্পনায় বিভোর হয়ে বৃষ্টির ধারার মতো অজানা গন্তব্যে পৌছে যাব আমি
আমার হাতে আরেকটি হাত বৃষ্টির ধারায় সিক্ত হবে
আজ ভিজে যাবে সব, বৃষ্টি ঠেকানোর চেষ্ট করবো না আমরা
সিংহদ্বার থাকবে খোলা
ঝড়ো হাওয়ার লাগামহীন পাগলা ঘোড়া
আমার ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত খেলা করবে।