এখানে নীল আকাশ নিটোল জলেতে ডুব দেয়
সফেদ মেঘের ছায়া স্বচ্ছ সলিলে হারায় খেই,
এখানে নিশীথে নক্ষত্ররাজি নদী ভরে দোল খায়
আকাশ ভাঙ্গা জোছনা পড়ে ঝরে জলের মায়ায়
নিশিভর চাঁদের কিরণ নীরের ঘুম ভাঙ্গায়।

এখানে নদীর জলে মাছরাঙ্গা ডুব দেয় প্রতিক্ষণ
হিম হাওয়ায় পরিযায়ীর চলে অবাধ চারণ,
এখানে ক্লান্ত পানকৌড়ি ডানা মেলে রোদের আভায়
বলাকা-দল গোপনে ঘাপটি মারে মাছের আশায়
জাল নিয়ে জেলে মাতে অবিরত জলজ খেলায়।

এখানে হংসমালা দিনভর করে সদাই জলকেলি
কুয়াশায় ঢাকা দূর গাঁয়ে মাঝি ছুটে পাল তুলি,
এখানে দিবানিশি ডাহুক ডেকে শ্রান্ত ভোরবেলায়
সাঁঝ-প্রভাতে কলসি কাঁখে বধুয়া নদীর ঘাটে যায়
নিত্য বরষায় মায়া নদীটি যৌবনে উছলায়।

------------------------------------------
অক্ষরবৃত্ত ছন্দে রচিত
১৯ মে, ২০২০, মির্জারচর
রায়পুরা, নরসিংদী।