তুমি বিহীন কেমন আছি আমি-
একবারও কি জানতে ইচ্ছে করে?
তুমি যেদিন চলে গেছো,
সেদিন এই পৃথিবী-
আমার সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে গেছে।
জন্মসূত্রে পাওয়া মায়া-মমতা-ভালোবাসার
দলিল-দস্তাবেজ সব অন্যের নামে লেখা হয়েছে।
এই পৃথিবীর অধিকারহীন আমি-
বেঁচে থাকি অন্যের গলগ্রহ হয়ে।
এসব মায়া-মমতা-ভালোবাসা
আবার নতুন করে আমার নামে লেখানোর জন্য
কতো জাগায় ধর্না দিয়েছি-
কিন্তু কেউ আমায় সেসব ফিরিয়ে দেয়নি।
পথের ভিক্ষুকের মতো দু'হাত পেতেছি দ্বারে দ্বারে –
স্বার্থপরতার ঢালী আগবাড়িয়ে দিয়েছে সবাই।
প্রভুহীন নেড়ী কুকুরের মতো একবার কেউ ভুল করে
মমতার হাত বাড়ালে- তারপর শতবার ধুর ধুর করে
তাড়িয়ে দিলেও হাল ছাড়েনি আমি।
যদি আবার ডাকে, মমতায় আগলে নেয় আবার-
এইভেবে আমি তাদের পায়ের কাছে
বসে থেকেছি দিনের পর দিন।
কিন্তু স্বার্থপরতার বৃত্তে বন্দী এসব মানুষের মাঝে
আমি আজও নির্মোহ ভালোবাসা পায়নি।
তুমি বিহীন কেমন আছি আমি-
একবারও কি জানতে ইচ্ছে করে?
তোমারও কি আমার মতো
ব্যথার ভরা নদী আকুল হয়ে উঠে।
__________________________________________
০৯ সেপ্টম্বর, ২০২০
শেরে-বাংলা নগর,
আগারগাঁও, ঢাকা।