কোথায় আছো তুমি প্রিয়তমা, তোমায় খুঁজে দিনমান বছর গেল সারা
কত রবি-শশী উদিয়া ডুবিয়া ক্লান্ত দিশেহারা
রাতের আধারে ধিকি ধিকি দীপ জ্বালে অবিরত জোঁনাকীরা
হুতোম পেঁচা গাল ফোলিয়ে আছে পুলকিত হবে না তোমায় ছাড়া।
কোথায় আছো তুমি প্রিয়তমা, তোমায় খুঁজে দিনমান বছর গেল সারা
নিশিভর ডেকে ডেকে ঠোট রক্তাক্ত করেছে ডাহুকেরা
কাঠবিড়ালীও তোমার প্রতীক্ষায় থেকে খায়নি পেয়ারা
অভিমানে ফোলে ফোসে আছে, তোমায় ছাড়া যাবে না ঘরে অঘ্রানের ফসলেরা।
কোথায় আছো তুমি প্রিয়তমা, তোমায় খুঁজে দিনমান বছর গেল সারা
তুমি বিনা কাচা সবুজ রবে নাকি- পেকে সোনালি হবেনা ধানেরা
তুমি হীনা ফুলে ফুলে বসে না প্রজাপতি, মধু খায় না মক্ষিকারা
হারাধন মাঝির তরী তীর খুজে পায় না, মেঘনার বুকে পথহারা।
কোথায় আছো তুমি প্রিয়তমা, তোমায় খুঁজে দিনমান বছর গেল সারা
তুমি না আসলে পরিযায়ী পাখিদের আর হবে না ফেরা
তুমি না আসলে জেলেদের জালে মাছ পড়বে না ধরা
তুমি না আসলে বসন্তের কোকিল কুহু ডাকে হবে না পাগল পাড়া।
কোথায় আছো তুমি প্রিয়তমা, তোমায় খুঁজে দিনমান বছর গেল সারা
বার্তা দিয়ে গেছে তোমায় ছাড়া মাঠ থেকে ফিরবে না ঘরের পোষা পায়রা
বাক বাকুম ডাকে ক্লান্ত কপোত, কপোতী দিচ্ছে না সারা
কাকা করে কাঁদছে কাক, ঘুঙিয়ে কাঁদছে বেওয়ারিশ কুকুরেরা।
২১/০১/২০২০
ডিসিসি, পশ্চিম নাখাল পাড়া
তেজগাঁও, ঢাকা-১২১৫।