আমি জল ভয় পাই
তুমি সাঁতার শেখালে;
খরস্রোতা পদ্মা ভয় পাই,
তুমি কৌশল বাতলে দিলে-
কীভাবে তরঙ্গ উৎরানো যাই সহজে।
সমুদ্রের লোনাজলে আতঙ্ক আমার-
তুমি বললে আমি আছি;
নেমে গেলাম সৈকত থেকে অতলান্তিক গভীরে
পিছু ফিরে দেখি তুমি নেই!
সেই থেকে দিকহীন অকূল সমুদ্রে
কখনো ডুবি কখনো ভাসি।
১৭ আগস্ট ২০২১
তেজগাঁও, ঢাকা।
(মুক্তক অক্ষরবৃত্ত)