কবি, তোমার জনম বৃথা।
সামান্য মুরলী বাঁশের বাঁশরি
ছেঁকে আনে ভিতরের নিগূঢ়তম বিরহ-বিধুর
দিগন্ত থেকে দিগন্তে বাতাসে তুলে লহরী
ধ্বনিত হয় বিষাদগ্রস্ত সুর।
বাঁশির সুর তরঙ্গে হৃদয় নিদারুণ যাতনায় ভরে;
ছয় ছিদ্রে সাত স্বরে হৃদপিণ্ড হিড়হিড় করে
টেনে নিয়ে আসে কত সহজে বাইরে,
দেখিয়ে দেয় গভীর বড় বড় ক্ষতের ভিতরে
পাথর চাপা দুঃখ কিভাবে হুহু করে কেঁদে মরে।
বিগলিত করে আপনার বিষ-বেদনা
অপরের বুকে ঢেলে দেয় বিরহের ফুল।
কবি, যা তোমার
সমস্ত শব্দের অভিধান ব্যবহার করেও হয়নি।
কবি, তুমি তা পারনি!
কবি, তোমার জনম বৃথা।
২৮ জুলাই ২০২১
পুটিয়া, নরসিংদী।
(মুক্তক অক্ষরবৃত্ত)