কোন দেমাগে চলরে মন
কিসের অহংকারে
মরার পরেই পড়বে তাড়া
কবর দিতে তরে।
কেউবা যাবে বাঁশ কাটতে
কেউবা খুড়বে গোর
কেউবা আনবে আগর বাতি
কেউবা সাদা কাপড়।
কেউবা আবার করবে গরম
বড়ই পাতা জল
শেষ দেখাটা দেখতে তোমায়
পড়বে লোকের ঢল।
কেউ পরাবে কাপড় তোমায়
কেউবা দিবে গোসল
তোমার পক্ষে চাইবে ক্ষমা
করছো যত ভুল।
স্ত্রী কন্যা মাতম জুড়বে
পুত্রের কাঁধে লাশ
তোমায় রেখে আসবে একা
একি সর্বনাশ।
মুনকিরনাকির এসে তোমায়
করবে তিনটি প্রশ্ন
উত্তর সঠিক দিতে হবে
করে অতি যত্ন।
তা না হলে নির্দেশ হবে
দোযখে তুমি যাও
সময় থাকতে মনরে মুখে
আল্লাহ রাসুল নাও।
১৯ এপ্রিল, ২০২১
তেজগাঁও, ঢাকা।
(স্বরবৃত্ত)