এই ধরনীর মোহে পড়ে
কাটাই আমি রাত্রিদিন
ভোগ বিলাসে মত্ত হলাম
ভুলে আমি সত্য দ্বীন।
কিশের কথা বলে এসে
কী করিলাম আমি হায়
দিনে দিনে দিনযে আমার
এভাবেতেই চলে যায়।
আজ করিব কাল করিব
করতে করতে বেলা যায়
সময় চলে গেলে ভাইরে
সময় নাহি ফিরে আয়।
ক্ষমা করো প্রভু আমায়
আমি অধম বুঝি না
তোমার করে নিলে আমায়
অন্য কিছু খুঁজি না।
১১ এপ্রিল ২০২১
তেজগাঁও, ঢাকা।
(স্বরবৃত্ত)