বিলে ঝিলে শাপলা শালুক
সাত সকালে ফোটে
নাও ভাসিয়ে আনতে গেলো
খোকন সোনা লুটে।

সাথে গেছে ফুল ভোমরা
ব্যাঙ ধরেছে ছাতা
বোয়াল মাছটা বসে আছে
মাথায় পদ্ম পাতা।

শিঙ্গি মাছটা লেজ গুটিয়ে
শালুক পাতার তলে
খলিশা মাছ খিলখিলিয়ে
শাড়ি পড়ে চলে।
____________
১৭ জুলাই, ২০২০
দক্ষিণ খান, ঢাকা।
(স্বরবৃত্ত)