কেন সখি তুমি মোরে ভালোবাসা দিলে না?
কোনসে ভুলে পাশ কেটে গেলে ফিরে চাইলে না;
জেনে রেখো চিরদিন এক কাটায় কারো যায় না-
নদীও যে পালটায় গতি ভেঙে পুরান ঠিকানা,
আজিকে যে ধূলির ধরায় পড়ে আছে লুটায়ে
কাল সে উঠতে পারে ওগো বাহারি ফুল ফুটায়ে।
কেন সখি তুমি মোরে ভালোবাসা দিলে না?
রূপের গর্বে দলে গেলে আমার কোমল এ মন
মনে রেখো ফুলের সৌরভ আর রূপ ভরা যৌবন
জীবনভরে ওগো সখি কারো যে আর থাকে না,
হয়তো জানো আজিকে যার ধনের পাহাড়
অনেক আছে কাল সে খুঁজে পায়না আহার,
ধনের কাছে মানের কাছে ভালোবাসা হারে না।
কেন সখি তুমি মোরে ভালোবাসা দিলে না?
০৩ ফেব্রুয়ারি, ২০২১
শেরে বাংলা নগর, ঢাকা।
(স্বরবৃত্ত ৪+৪+৪+৩)