ইদানিং একেকটা দুপুরকে
কয়েকটা নির্ঘুম রাতের মতো দীর্ঘ মনে হয়।
এখন বসন্তকাল
কিন্ত আমার জানালার পাশে
একটি কাক সারাক্ষণ কা কা করে,
আমার ক্লান্ত দুপুরটাকে আরো বেশি যন্ত্রণাময় করে তোলে।
আজকাল জীবন গাড়িটা কেবল পথ ছেড়ে বিপথে চলে যেতে চায়;
মাঝে মাঝে থমকে দাড়ায়- ফুয়েল কমে গেছে নাকি অন্য সমস্যা!
আচ্ছা, তোমরা কোনো ফিলিং স্টেশনের এড্রেস জানো?
যেখানে জীবন গাড়ির ফুয়েল পাওয়া যায়।
আমি জীবনের সিলিন্ডার পূর্ণ করে ফুয়েল নিতে চাই।