তোমার পদচিহ্ন আজো হৃদয়ে জাগায় শিহরণ
তুমি ছাড়া কোনদিন কোনক্ষন বাঁচেনা জীবন
তোমার মৃদু পথচলা হৃদয়রথে তুলে আলোড়ন
তুমি হীনা আমার বীণায় উঠেনা অনুরণন
তুমি বিনা অসীম শূন্যতা ভরা সমস্ত ভুবন।
তুমি ছাড়া কে থামাবে এহৃদয়ের নিত্য রক্তক্ষরণ
রাত নেই দিন নেই, নেই কোনো সন্ধ্যা ও গোধূলিক্ষন
তোমাকে চাই অনুক্ষন এ গৃহত্যাগী ছন্নছাড়া মন।
আজ আমার সমস্ত অন্তরাত্মা প্রতীক্ষায় প্রতিক্ষণ
ওগো প্রিয়তমা- দিতে ঢালী ভরা উষ্ণ সংবর্ধন
আমার আকাশ বাতাস সেজেছে তোমায় করতে বরণ
হৃদয়ের আপাদমস্তক জুড়ে তুমি, তোমার আয়োজন
এহৃদয়ের লাল গালিচা ধন্য হবে পড়লে তব চরণ।
(অক্ষরবৃত্ত)