হিমবু‌ড়ি এস‌েছে বই‌ছে উত্তরের হাওয়া
কুয়াশার শ্বেত চাদ‌রে নীলচে দিগন্ত ছাওয়া
রাতভর কুহে‌লীর কান্না- ঝ‌ড়ে প‌ড়ে জল
ঘা‌সের ডগায় বিন্দু বিন্দু শি‌শির জ‌্বলমল।

শুক‌নো পাতারা ঘু‌মি‌য়ে আছে যে মর্মর গান গে‌য়ে
সর‌ষে খে‌তের হলদে সোনায় চারদিক গে‌ছে ছে‌য়ে,
‌ধোঁয়া উঠা হিম-শীতল নদীর জ‌লে
পান‌কৌ‌ড়ির দল ডুব দেয় প‌লে-প‌লে।

ভরা তটিনীর জ‌ল ক‌মে স্রো‌তে পড়ে টান
‌নেই বর্ষার রূপ যৌবন উপ‌চে পড়া বান,
গোলায় যে উঠেছে আ‌গেই অগ্রহায়‌নের ধান
গ্রা‌মে গ্রা‌মে ম-ম ছ‌ড়ি‌য়েছে পিঠা পু‌লির সুঘ্রান।

ভোর না হ‌তে খেজুর গা‌ছে উঠে গেছে গাছি,
ফু‌লের মধু সদাই শুকেছে মৌমা‌ছি-
গাঁদা-ডালিয়া, আদু‌রে পিটু‌নিয়া ফো‌টে আছে অফুরান
হিম-কুহেলীর আগমনে প্রকৃতি পেয়েছে অন্য প্রাণ।

০৪ জানুয়া‌রি, ২০২০
ডিএমসি, প‌শ্চিম নাখাল পাড়া
‌তেজগাঁও, ঢাকা-১২১৫।
(মুক্তক অক্ষরবৃত্ত)