পদ্মবিলের জল শুকিয়ে পদ্ম গেছে মরে
কাশের বন ঘুমিয়ে গেছে ধূসর রং পরে
সবুজ পাতা হলুদ হয়ে পড়ছে ঝরে-ঝরে।
ছাতিম ফুলের গন্ধে হলো নিশি মাতোয়ারা
শিউলি তলায় ফুল ঝরে ভোরযে আত্মহারা,
রোপা আমন, বোনা আমন পেকে হলো সারা।
সোনা রঙের সোনালী ধানে জমি গেছে ভরে
কাকতাড়ুয়া প্রহরায় আছে লাঠি হাতে ধরে,
শিশির ভেজা নয়ন মেলে কচি ঘাস ভোরে
রবির কিরণ লেগে তাতে শত মুক্তো জ্বলে,
কুলো ভরা ধানে কৃষাণীর স্বপ্ন পড়ে গলে
ক্লান্ত কায়ে শান্ত মনে নাকেতে নোলক দোলে।
বিকেল বেলা নরম আলো- পাখি ঘুরে ফিরে
হিম-হিম হিমেল হাওয়া বহে ছিঁড়ে-ছিঁড়ে
কুয়াশারা আবছা চাদর গায়ে পরে ধীরে।
নববধূ নাইওর এসে খুশিতে অম্লান
ঘরে-ঘরে ফিরনি-পায়েস, পিঠাপুলি-ঘ্রাণ
নতুন ধানে চলছে বেশ নবান্ন-অঘ্রান।

১৮ নভেম্বর, ২০২০
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(অক্ষরবৃত্ত)