একদিন ঘুমিয়ে যাবো এখানে
চুকে যাবে জীবনের সব আবদার
তোমাদের মাঝে আমি আসিবো না আর।
থেমে যাবে ধরনীর যতো কোলাহল
গোধূলির লাল আলো গ্রাসিবে আঁধার
চিরতরে ডুবে যাবো উদিবো না আর।
মাটির দেয়াল ভাঙবে বুকের উপর
বাঁশের চাটাই খসে হবে একাকার
তুবও কেউ জানিবে না খবর আমার।
বুকের জমিন ভরে হয়তো ঘাস
গজাবে সতেজ হয়ে, শালিকেরা উড়ে
এসে ধীর পায়ে খুঁটিবে আহার।
হয়তো কারো বেপরোয়া গোরু এসে
ঘাস খেয়ে তাড়া খাবে বারবার-
তবুও আমি থাকিবো নির্বিকার।
২২ জুলাই ২০২১
তেজগাঁও, ঢাকা- ১২১৫।
(মুক্তক অক্ষরবৃত্ত)