মেঘনা নদীর দেশ আমাদের
পদ্মা নদীর দেশ
হাজার রূপের বাংলা আমার
সন্দেহ নেই লেশ।
দোয়েল পাখির দেশ আমাদের
হলুদ পাখির দেশ
রোজ রাখালের বাঁশিতেই উঠে
উতল মায়ার রেশ।

আম-কাঠালের দেশ আমাদের
জাম-জারুলের দেশ
কৃষাণীর হাতে সমীরণে উড়ে
সোনালি আঁশের কেশ।
শিমুল ফুলের দেশ আমাদের
পলাশ ফুলের দেশ
বিল আর ঝিলে শাপলা শালুক
নেইযে রূপের শেষ।

চিত্রা হরিনের দেশ আমাদের
রয়েল বেঙল খেশ
সুন্দরবন দেখলে সবাই
চমকিত হয় বেশ।
রুই-কাতলের দেশ আমাদের
ইলিশ মাছের দেশ
যুগের পরেই যুগ চলে যায়
মাছযে অনিঃশেষ।

লাঙল-চাষের দেশ আমাদের
রবি শস্যের দেশ
শতেক ব্যথার পাহাড় বুকেতে
নেই কৃষকের ক্লেশ।
মাঝি-মল্লার দেশ আমাদের
কামার-কলুর দেশ
হাজার বছর যাদের জীবনে
চলছে হাপিত্যেশ।

রুপকথার এ দেশ আমাদের
পরণকথার দেশ
রাত্রিভরেই পুঁথির আসর-
সব আঁখি অনিমেষ।
কাজল-রেখার দেশ আমাদের
গুনাই বিবির দেশ
যাত্রাপালার শেষ নাই কভু
রাত হয়ে যায় শেষ।

পল্লিগীতির দেশ আমাদের
বাউল গানের দেশ
হিমেল নিশীথে গানের আসর
জমে উঠেযে অশেষ।
বাংলা ভাষার দেশ আমাদের
শহীদ-গাজীর দেশ
পুত্রের শোকে আজও জননী
আছেন আউলা কেশ।

মুক্তিযুদ্ধের দেশ আমাদের
বীর বাঙালীর দেশ
যুদ্ধের শেষ হলেও এখনো
কাটেনি শোকের রেশ।
ষড়ঋতুর দেশ আমাদের
স্বর্গরূপের দেশ
আপন হস্তে রূপ মাধুর্যে
সাজালেন পরমেশ-
চিরনিদ্রায় এই মাটিতেই
হয় যেন মোর শেষ।

_______________
২৪ জুলাই ২০২০
দক্ষিণ খান, ঢাকা।
(মাত্রাবৃত্ত ৬+৬+৬+২)