পড়ি রোজই পড়ি- পড়তে পড়তে
মুখস্থটা প্রায়- তবু ভুলে যাই;
দিবস ও নিশীথে পুস্তকে ডুবি
বলা যায় নিয়ত নব পাঠ নেই
জ্ঞানের দরিয়ায় শিক্ষা শেষ নেই।

২৯আগস্ট, ২০২০
তেজগাঁও, ঢাকা।
(অক্ষরবৃত্ত)