এই ফাগুনের বাউরি বাতাস আউল বাউল বয়
কুহুতানে শ্রান্ত কোকিল সারা দুপুরময়,
পলাশ ফুলের আগুন লেগে ঝলসে গেছে বুক
শিমুল ডালে ফাগুন জেগে কেড়ে নিলো সুখ,
দূর রাখালের বাঁশির সুরে কেঁদে মরে মাঠ
ব্যথার চাকে ঢিল ছুড়ে কে পালিয়ে গেলো আজ?
ফুলে ফুলে সাজলো ধরা শোভা মনোহর
প্রজাপতির রঙিন পাখায় করলো দুঃখ ভর,
এই নিশীথে আধখানা চাঁদ জেগে থাকে রাত
পিউ কাহা ডাকিস নারে চোখ গেল তুই আর,
কে শুনিবে বুকের নদীর এইযে হাহুতাশ-
কুহুসুরে করলি কোকিল আমার সর্বনাশ।
১৯ ফেব্রুয়ারি, ২০২১
রায়পুরা, নরসিংদী।
(স্বরবৃত্ত)