কোনো শব্দের বাঁধনে তোমায় বাঁধতে আমি পারিনি
অভিধান খুঁজে হয়রান আজো একটা শব্দও পাইনি;
সময় কেবল সময় নিয়েছে বৃদ্ধি পেয়েছে দেনা
সময়ের জালে বন্দী আমি যে- শব্দের লেনাদেনা।
অসময় শুধু হানা দেয় বারবার সুসময় ফিরেনা
কী দিয়ে তোমায় বুঝাই বল যে শব্দতো খুঁজে পাইনা,
জানা সমস্ত শব্দাবলীতে আঁকি কত ছবি রোজ
কোন ছবিতেই বুঝাতে পারেনি আমার মনের বুঝ।
নিখুঁত অমল শব্দের তুলি দিয়ে বাক্য আঁকি কত,
করিতকর্মা শব্দের চাষী ফসল ফলাই শত-
কোনো ফসলই ফলাতে পারিনি তোমাকে দেবার মতো।
১০ মার্চ, ২০২১
তেজগাঁও, ঢাকা ১২১৫।
(মাত্রাবৃত্ত ৬+৬+৬+২)