কোন বিরহী বাজায় বাঁশি
বুকের ভিতর বসে
আমারও যে একলা লাগে
কিশের সর্বনাশে।
ফাগুন মাসে ভ্রমর আসে
কুহু সুরে কোকিল
ফুল কলিতে ঢালি ভরেও
বেদনায় মরে দিল।
বুকের মাঝে বাউল জাগে
উতাল পাতাল ঢেউ
গোপনে যাবো বৃন্দাবনে
অগোচরে রবে সে-ও।
মাঝ নদীতে তুফান উঠে
উজান স্রোতের টানে
ঢেউয়ের তালে তরী দোলে
কূল আছে কোনখানে।
বনের মাঝে আগুন লাগে
মন পুড়ে হয় ছাই
কার বিরহে এই বিরহী
বেদনার গান গাই।
১ অক্টোবর, ২০২০
তেজগাঁও, ঢাকা -১২১৫।
(স্বরবৃত্ত)