বাংলা ভাষা
অপু সুলতান

বাংলা আমার বুকের ভাষা
বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ।

বাংলা আমার মাঠের ভাষা
বাংলা আমার ঘাটের ভাষা
বাংলা আমার হাটের ভাষা
বাংলা আমার গান।

বাংলা আমার কান্না-হাসা
বাংলা আমার ভালোবাসা
বাংলা আমার স্বপ্ন-আশা
বাংলা আমার টান।

বাংলা আমার চাষীর ভাষা
বাংলা আমার শ্রমীর ভাষা
বাংলা আমার বিশ্ব ভাষা
বাংলা আমার তান।

০৩ ফেব্রুয়ারি,২০২১
শেরে বাংলা নগর, ঢাকা।