অনেক কাঠখড় পুড়িয়ে-
আমি আবার ফিরে এসেছি
তোমার কাছে।

দ্যাখো চেয়ে-
আমার বাহাতে পাঁচটি নারী;
ডানহাতে একটি সাদা বেলী।
বামহাতের পাঁচটি আঙ্গুলে
পাঁচটি কালোদাগ;
একেক আঙ্গুলে একেকটি নারীর স্পর্শ
অগ্নিগিরি হয়ে জ্বলে এখন কয়লা হয়ে গেছে;
বৃদ্ধাঙ্গুলি থেকে এখনো লাভা বের হয়।

তুমি স্পর্শ করো না-
জ্বলে কয়লা হয়ে যেতে পারে দেহময়
মায়াবী রূপ-লাবণ্য-পেলবতা
ঘন এলোকেশ এমনকি হৃদপিণ্ডও।

তুমি ভয় পেয়োনা-
তোমাকে আবার চাইতে এসেছি।
তবে-
তুমি আমার বামহাতটা কেটে দাও
তীব্র জ্বালা আর সইতে পারছিনা-
একটা ধারালো ছুরি এনেছি।
অথবা
বামহাতটা ডানহাতে স্পর্শ করিয়ে দাও
সাদাবেলীটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক
অথবা
বামহাতের লাভা নিভিয়ে
চুনা লেপে সাদা করে দাও;
নতুবা
আমার বামহাতটা তুমি নিয়ে নাও
নইলে-
আমার ঐ লাভাময় জ্বলন্ত হস্তের
বৃদ্ধাঙ্গুলি দিয়ে তোমাকে স্পর্শ করবো।