বিষের মাঝে ব্যথা তুমি
কাটার মাঝে নুন
তাইতো প্রিয় অবিরত
গায়যে তব গুণ।
আগুন জ্বেলে কোথা থাকো-
বাগান পুড়ে ছাই
গহীন বনে জ্বলে ঘোষে
কয়লা হয়ে যাই।
স্বভাব নদী চলে নিজে
কিনারা কূল নাই
নোঙর ফেলে নদী তলে
গহন খুঁজা দায়।
হৃদয় ছিঁড়ে দেখো যদি
চিত্র আঁকা তার-
তারই মাঝে ডুবে গেছে
আমার পারাবার।
সাঁতার জানি- আজো তবু
কূলের দেখা নাই
বাতাস বিনা নদে কেনো
লহর খেলে যায়?
____________
১৭ জানুয়ারি, ২০২১
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(স্বরবৃত্ত ৪+৪, ৪+১)
(মাত্রাবৃত্ত ৫+৪, ৫+২)