বুকের গহীন থেকে কণ্ঠনালী
স্বরতন্ত্রী থেকে ওষ্ঠধর ফেটে বারবার
বেরিয়ে পড়তে চেয়েছে,
তবুও বলতে পারিনি
নতুবা এ তোকে আমি বুঝাতে পারিনি-
তোকে ছাড়া বাঁঁচবো না আমি।
আমি এখনো প্রতিনিয়ত মরি-
তোকে বুঝাতে না পারার এ যন্ত্রণায়।
আমি ভীষণ গরল পান করে মরি
আমি নদীতে ঝাপিয়ে পড়ে মরি
আমি ছাদ থেকে লাফ দিয়ে মরি
আমি গাছের মগডালে ফাঁস দিয়ে মরি
আমি মালবাহী ট্রাকের তলে পড়ে মরি
আমি বিষাক্ত সাপের ছোবলে ছোবলে মরি
আমি শস্যের কীটনাশক পান করে মরি
আমি ছুরির আঘাতে বুক চিরে মরি
অবিরত আগ্নেয়গিরির আগুনে আগুনে মরি।
রেলের সমান্তরাল লাইনে কাটা পড়ে মরি।
এ আমি প্রতিনিয়ত মরি-
তোকে ছাড়া মুহূর্তও বাঁচিনা।
ক্রমাগত এ মৃত্যুর মধ্য দিয়ে আজো
আমি বেঁচে আছি-
আরো একবার তোকে নিয়ে মরবো বলে।
তেজগাঁও, ঢাকা- ১২১৫।
(মুক্তক অক্ষরবৃত্ত)