আমি মরে যাব- সেই চোখের মায়া ভুলবো না,
অপার্থিব মায়াভরা সেই চোখ।
আমি কেবল শরীরে বড় হয়েছি-
মন আমার আটকে গেছে দুুরন্ত সেই কৈশোরে।
এখনো আমি সরষে ক্ষেতের ফাঁকে শিশির ভেজা ঘাস
নগ্নপদে মারিয়ে অবিরাম ছুটে চলি;
সেই মদির চোখের ভেলকিতে
গোত্তে খাওয়া ঘুড়ি নিয়ে সারা মাঠ দৌড়ে বেড়াই;
আমি ভূত-বর্তমান-ভবিষৎ সব ভুলে যাই-
শুধু সেই চোখের মায়া ভুলি না।
সজনী, তোমারে দেখে মনের তিয়াস মিটে না
ঐ রূপ সুধা যতই দেখি- তৃষ্ণায় বুকের ছাতা ফাটে,
সাত কলসে নয়;
সাত সমুদ্র সমান পেয় জলেও তৃষ্ণা মিটেনা।
বুকের বা পাশেতে ঝড় উঠে যে চেপে রাখা দায়
ছাতা ভেঙ্গে হৃদপিন্ড আমার বেড়িয়ে যেতে চায়।