তোমার পৃথিবীতে আজ আমি
এক অনাহুত আগুন্তক।
আমাকে দেখে তোমার বড় অচেনা লাগে,
লাগবেই;
আমাকে যে আর কখনো দেখনি আগে!
অথচ,
একদিন পাশ দিয়ে হেটে গেলে
তোমার মস্তিষ্কের নিউরনে অনুরণন উঠতো;
বলতে আমার শরীরের গন্ধ নাকি
তোমায় বড় কাছে টানে।