ইটা ভাঙ্গি মাটি কাটি
রাস্তা ঝাড়ু দেই
ফেরি করি হাঁটি হাঁটি
মাথায় বোঝা নেই।

তনু খেটে পেটে পুরি
ডাল ভাতে নুন
সারা বছর খেটে মরি
পর ক্ষেতে জোন।

পরের বাড়ি পরিপাটি
করে সাজাই কত
বৃষ্টি এলে নিজের বাটি
নয় যে থাকার মতো।

কায়িক শ্রমে শুধু মরি
পাই না ন্যায্য পাওনা
আরো থাকে জারিজুরি
ঠিক সময়ে দাও না।

নাম ধরেই ডাকে সবে
ছোট বড় যত
এই আমাদের কথা কবে
এমন মানুষ নেইতো।

তোমরা মানুষ আমরা মানুষ
কোথায় ব্যবধান?
কেটে দেখো রক্তের ওই রঙ
একই তো সমান।

৩০ এপ্রিল, ২০২১
তেজগাঁও, ঢাকা- ১২১৫।
(স্বরবৃত্ত)