ইদানিং আমি আর স্বপ্ন দেখি না-
স্বপ্নরা আমাকে দেখে;
ডানে-বায়ে সামনে-পিছে
স্বপ্নরা কেমন পায়ে পায়ে ঠেকে।
কিছু স্বপ্ন গলা টিপে ধরে,
কোনটা ধরে আশটেপৃষ্টে,
কোনটা মারে লাথি,
কোনটা দেয় কিলঘুষি সজোরে,
কোনটা কাটে চিমটি,
কোনটা চটকানা মারে দু’গালে।
লাজ-লজ্জায়, ঘৃণায়-
স্বপ্নদের কাছ থেকে আমি কেবল
পালিয়ে বেড়ায়;
স্বপ্নরা আমায় দিবানিশি খুঁজে।
আজকাল আমি আর স্বপ্ন দেখি না
স্বপ্নরা বড্ড বেশি লোভী-স্বার্থপর,
চিটার-বাটপার, ঠক-প্রতারক;
আমি আর স্বপ্ন দেখতে চাইনা।
_______________________________
৩১ মে, ২০২০
শের-ই-বাংলা নগর
আগারগাঁও, ঢাকা।