আবার তোরা মানুষ হ
দেয়ালে দেয়ালে লিখে দে মানুষের কথা
হৃদয়ে হৃদয়ে বাজুক মনুষ্যত্বের বাণী, মুছে দিয়ে সব পঙ্কিলতা
পোস্টারে পোস্টারে ছেয়ে যাক শহর-গ্রাম, অলি-গলি চারদিক
ব্যানারে ব্যানারে লেখা হোক- আমরা মানুষ আমরা মানবিক।
ক্লাসে ক্লাসে পাঠ চলুক- বলা হোক, শিখানো হোক মানবতা
মনুষ্যত্বের বীজ অঙ্কুরিত হোক- না হোক পাশের প্রতিযোগিতা।
মঞ্চে মঞ্চে বজ্র কন্ঠে প্রতিধ্বনিত হোক- মানুষ আমরা বলি মানুষের কথা
বাজারে বাজারে চর্চা হোক- মানবোচিত গুণ সততা ও বিশ্বস্ততা
চায়ের স্টলে স্টলে আলোচনা হোক- মনুষ্যত্ব আর মহানুভবতা
আমলা, কলি-মজুর-শ্রমিক সব পর্যায়ে পৌঁছে যাক এই বারতা।
আবার তোরা মানুষ হ
দেয়ালে দেয়ালে লিখে দে মানুষের কথা
নর পশুদের থাবায় রক্তাক্ত হবে না আর কোন শিশু
পিতার সম হোক প্রতিবেশি- জেগে উঠুক ভিতরের যীশু,
আর কোন বোন ধর্ষিত হবে না হারাবে না শ্লীলতা
নারীও চলবে মার্জিত বেশে মেনে শালীনতা
চলার পথে তোমায় দেখে ভীত না হয়ে- পাক নিরাপত্তা।
অন্যায় করবো না, অন্যায় সইবো না, দেখে থাকবো না নির্বিকার
মানুষের কাছে মানুষের দায় যেমন আছে- তেমনি আছে অধিকার।
মানুষের কাছে মানুষ হবে নিরাপদ পুরুষ কিংবা নারী
মানুষে মানুষে থাকবেনা ভেদাভেদ- থাকবেনা রোনাজারী।
আবার তোরা মানুষ হ
দেয়ালে দেয়ালে লিখে দে মানুষের কথা
হিংসা বিদ্বেষ থাকবে না, থাকবে না বাক-বিতন্ডতা
কারো রোষানলে পড়ে কারো জীবন হবে না বিপন্ন
দানের হাত প্রসারিত হোক- রবে না কেউ নিরন্ন।
জীব জগতে শ্রেষ্ঠ মানুষ- বুদ্ধি বলো কিংবা বলো আচার
পূর্বে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে শ্রেষ্ঠত্বতের দাবীদার।
মানুষ হিসেবে মানুষ বাঁচুক- ডাকুক আল্লাহ, ভগবান, বিধাতা
যেখানে খুশি সিজদাহ দিক মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা।
আদর-স্নেহ, দয়া-মায়া, প্রেম-ভালোবাসায় পৃথিবী হোক ফুলশয্যা
বিবেকের চাষ হোক বুকের ভিতর, হোক মনুষ্যত্বের অস্থি মজ্জা।
-----------------------------------------------------------------------
২৪ জানুয়ারি ২০২০
ডিসিসি, পশ্চিম নাখাল পাড়া
তেজগাঁও, ঢাকা-১২১৫।