আপনি চলে গেলেন স্যার?
দায়-দেনা তো অনেক রেখে গেছেন!
আমরা তো শিখিনি কী করে সংসার চলে -
'পরার্থের অর্থনীতি'র এ সংসার
'আজব ও জবর অর্থনীতি'র এ সংসার
'দারিদ্র্যের অর্থনীতি'র এ সংসার।
রাজনীতির মার-প্যাঁচ বুঝিনা কিছুই
অথচ 'অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজলে রাজনীতি' নামে এক ভারী বোঝা
রেখে গেলেন প্রজন্মের কাঁধে!
আমাদের পেটে ভাত নেই অথচ আপনার
'ভাবনা ও দুর্ভাবনা' রবীন্দ্রনাথকে নিয়ে,
যে জীবনানন্দ বাঙালির মননের প্রতিচ্ছবি
তাঁর বনলতা সেন এতদিন কোথায় ছিলেন
সেই 'অন্ধকারের উৎস হতে' জেনে কিংবা
তাঁর কবিতার 'চাবিকাঠির খোঁজে' নেমে
শুধু কাজের বোঝা বাড়িয়েই গেলেন।

হে মহান পূর্বপুরুষ! আপনিই তো জানেন
আমরা 'শুয়োরের বাচ্চাদের অর্থনীতি'র
দ্বারা লালিত এক নতুন প্রজন্ম!
আপনি পুনর্বার 'বাংলাদেশের সত্তার অন্বেষা'
গভীর অনুধাবন করে লিখুনঃ
নিশ্চয়ই আমাদের মগজে কোথাও না কোথাও
বিশেষ এক অনুভূতির বীজ প্রোথিত রয়েছে।
-------------------------------------------
# অপূর্ব কিষাণ / ০৯.০৯.২০২২