পৃথিবীর সমগ্র শরীর জুড়েই ছোঁয়াচে অসুখ
আসুন এবার মগজটাকেই সঙ্গনিরোধ করি,
অবিরাম আর্তনাদে বিষন্ন বিপুলা পৃথিবী
মানুষের কাছে তার বাঁচার আকুতি
ব্যর্থতার অজুহাতে গড়ে তোলে ভোগের সঞ্চয়।
মগজে বেড়ে ওঠা লালসার কীট
চেতনার অতল গহ্বরে জমে থাকা লোভ
সগৌরবে ভর করা আমিত্বের অহংকার
হিংসার হিংস্রতায় বিপন্ন মানবিক স্বপ্ন
নিঃশেষ হতে হতে এখন নিঃস্ব প্রায়।
আসুন, এবার মগজের কোষে কোষে
ঢেলে দেই মানবতার বিষমুক্ত দ্রবণ,
শ্রমের উদ্বৃত্ত মজুরি থেকে দাসত্বের
'বঞ্চনা' টুকু বাদ রেখেই না হয়
মুনাফার নতুন গানিতিক সূত্র সাজাই।
আসুন এবার মুক্ত করি অরণ্য - জলাশয়
পৃথিবীর ফুসফুস- মরণব্যাধির ছোঁয়া
নিঃশ্বাসে যার বাঁচার ব্যাকুলতা.......
দৃষ্টি লোলুপ পুঁজিবাদী হায়েনার বিশ্বায়ন
মুক্তবাজারের লোভাতুর চাহনিতে তছনছ
মানচিত্রের সংগ-নিরোধ সীমানা-
বুভুক্ষু মগজেও নির্বিঘ্নে বেড়ে ওঠে ভোগের লালসা।
আসুন, এবার টুঁটি চেপে ধরা পৃথিবীর ক্রন্দন শুনি
আসুন, এবার বধির মুনাফা খোরের ঘুম কেড়ে নেই
লোভাতুর নেকড়ের চোখ উপড়ে ফেলি,
শৃঙ্খলিত শ্রমিকের আড়ষ্ট চেতনায়
মুক্তির আলো জ্বেলে দেই.......
উন্মত্ততায় দিশেহারা বিশ্ববেহায়ার কণ্ঠ
যুদ্ধ-দামামার আবর্জনা, ছাই ভস্ম সব
আলোকিত পৃথিবীর গহ্বরে ম্লান করে দেই;
তবে এসব কিছু করার আগে আসুন,
নিয়ম সিদ্ধ মানবিক পাপাচার থেকে
এবার মগজটাকেই সঙ্গনিরোধ করি।