বৃষ্টি'র সঙ্গে অনেক হয়েছে খেলা
সমুদ্রে সাজাবো এবার নতুন সংসার।
মেঘ বালিকার কানামাছি, গোল্লাছুট
আম কুড়োনো বৈশাখের বিকেল
আষাঢ়ের হিজল-তমাল, শাপলা-শালুক
কার্তিকের কুয়াশা, পৌষের শীতের সকাল
নতুন প্রেমের কাছে জলাঞ্জলি দেবো সব।
গলায় কলসি বেঁধে ডুবেছিল যে রমণী
তাঁর সম্ভ্রমের লজ্জা সমুদ্রে হলো ঠাঁই,
সতীদাহের চিতায় বালিকাবধূ'র দেহভস্মখানি
ভাসতে ভাসতে বিলীন হলো সমুদ্রজলে,
প্লাবনে, দুর্ভিক্ষে, যুদ্ধে আর মহামারিতে
মানুষের অগণিত লাশের শেষ আশ্রয়-
সমুদ্রে-ই সঁপে দিল জীবনের সকল উচ্ছ্বাস।
অথৈ প্রেমের গল্প শুনে অশরীরী প্রেমিকযুগল
সমুদ্রের তলদেশে জেগে ওঠে যদি
একজনমের সবটুকু সুখ ভাসিয়ে দেবো জলে,
স্নানের শেষে নতুন গল্পের আসরে
সম্ভ্রম হারানো রমণীর লজ্জা, বালিকাবধূ'র পাপ,
দুর্যোগ, দুর্ভিক্ষ, যুদ্ধ, মহামারির অভিশাপ
সকল অশুভ বিনাশী এক মন্ত্র উচ্চারণ করে
সমুদ্র মৈথুনে এবার নতুন প্রেমের পুরোহিত হবো।
-----------------------------------------