বিষন্নতা লুকোনোর মুখোশ আছে?
সেদিন বই মেলায় গিয়ে প্রশ্ন করেছিলাম,
স্নিগ্ধ-শ্যামল বিক্রয়কর্মীটি ভ্রূ কুঁচকালেন
ঠোঁটের কোনায় বিপণন-বান্ধব
স্মিত হাসি ঝুলিয়ে রেখে শুধালো তরুণী
'কার লেখা স্যার?' নিরুত্তর আমি।

কি জানি কী ভেবে অন্য একটা বই
আমার দিকে এগিয়ে দিল চতুর মেয়েটি
'এবারের মেলায় নতুন এসেছে,
দারুণ মলাট! এঁকেছেন এক কবি'।
আমি আনমনে সেই মলাটে চোখ রাখতেই
দেখি সেই মেয়েটির মুখ- বিষন্নতার ছবি;
ভেতরের পাতায় চোখ বুলাতেই বিস্মিত নির্বাক
কোথাও একটা বিষাদের কবিতা নেই,
শুধু বাঁধভাঙা উচ্ছ্বাস, আবেগ আর মনোরম
প্রকৃতির মাঝে তরুণীর যুগল-চিত্র!
তার নীচে লেখা- 'একটি ভাঙা হৃদয়'।

বিমূঢ় বিস্ময়ে আমি সযত্নে সন্তর্পণে
তরুণীর হাতে বই খানা ফেরত দিয়ে বললাম:
আগামী মেলায় কিনে নেবো দ্বিতীয় সংস্করণ,
মলাটের চিত্র কর্মে নয়, ভেতরের পাতায়
বিষাদের উপমা হ'য়ে প্রতীক্ষায় থেকো
কবিতার শুদ্ধতায়।