পতঙ্গভুক সরীসৃপের সমুখে নতজানু
সিংহ শাবকের নিঃশর্ত ক্ষমা প্রার্থণা,
সবুজের সমারোহে তৃণভোজী হরিণের
শান্ত-বধির শীতল চাহনি কিংবা
ফণীমনসার বনে হলুদ বিকেলে  
ইঁদুরের সাথে ঘাস ফড়িংয়ের লুকোচুরি,
মনে রেখো -এর একটিও প্রেম নয়।

এতকাল উপেক্ষার উৎকণ্ঠায় যা দিয়েছি
দিগন্তে পাখা মেলে আহরিত মুক্তির স্বাদ,
নীল জলাধার থেকে তুলে আনা বালুকণা
কিংবা চৈত্রের মাটি খুঁড়ে এক ফোঁটা জল
সযত্নে রেখে দিও হৃৎপিণ্ডের সজীব গহ্বরে,
একদিন বর্ষণ মন্দ্রিত বিষন্ন সন্ধ্যায়
পশ্চিমের বারান্দায় একটি চারাগাছ
তার পত্র-পল্লবের পাপড়ি মেলে ধরে
স্বোপার্জিত বিশ্বাস ছুঁয়ে বলবে-
এই দ্যাখো, এ-রই নাম প্রেম।

------------------------