একদিন বাড়ি গিয়ে মা'কে বলেছিলামঃ
এবার নোঙর তোলো,
আমার সঙ্গে থাকবে চলো!
ওখানে গেলে, তোমাকে নিয়ে এবার আমি
সমুদ্র আর পাহাড় দেখতে যাবো।
মা বললেন হেসে, তোর সমুদ্র আর পাহাড়
একদিন সঙ্গে নিয়ে আসবি?
খুব দেখতে ইচ্ছে করে ওঁদের।
মা তুমি কিচ্ছু বোঝ না! সমুদ্র আর পাহাড়
কখনো মানুষের কাছে যায়?
মানুষকেই যেতে হয় ওঁদের কাছে।
মিষ্টি হেসে মা বললেন, আমিও তো তোর
পাহাড় কিংবা সমুদ্র হতে চাই খোকা!
কথা দে, ছুটি পেলেই দেখতে আসবি।
এখন আমার অনেক ছুটি জমা
গভীর অরণ্য, মরুভূমি, সুনীল জলরাশি
সমস্ত পৃথিবী তন্নতন্ন করে খুঁজি
মা'য়ের মতো একটা পাহাড় কিংবা সমুদ্র!