একদল অবতার বিষুব রেখার সীমানা বরাবর
বিশ্বাস বিক্রির পশরা সাজিয়েছে, সূর্যালোকে;
সকলেই যায়, আমিও গেলাম ত্রস্ত পায়ে
মানুষের বেশে, বুক পকেটে বিশুদ্ধ প্রেম
কালো গিলাফে মোড়ানো আজন্ম শৈশব
আদিম জনজাতির ইতিহাস খুঁড়ে খুঁড়ে
বৈরী ফসলের চাষাবাদ শেষে
পাথরের বুকে জমে উচ্চ ফলনশীল পাপ।

একদল শুদ্ধাচারী যুবক হেমলোকের পেয়ালায়
নিখাদ সত্য নিয়ে এসেছে, বিক্রির আশায়
মূল্য চড়া বলে ওদিকে ভীড় নেই তেমন
এই সুযোগে দেখে এলাম সত্যের পানপাত্রখানি;
কী মনোরম তার কারুকার্য! অপরূপ শৈলী
বুক পকেটে রাখা বিশুদ্ধ প্রেমের বিনিময়ে
এক ফোঁটা হেমলোক সুখ কেনার জন্য
অধীর আকাঙ্ক্ষায় প্রতীক্ষার প্রহর গুনে যাই
যুবকের দল ভিখিরি ভেবে তাড়িয়ে দেয়।

এরপর সূর্য হেলে পড়ে পশ্চিমে,
অস্তাচলের আলোয় একদল অন্ধ মানুষ  
সাদা ছড়ি ঠুকে ঠুকে বিশ্বাস মাড়িয়ে
অনায়াসে ঢুকে যায় গাঢ় অন্ধকারে..…..
সত্যের পানপাত্রটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে  
আগুন জ্বালিয়ে মেতে ওঠে বন্য উৎসবে।

----------------------
০২/০৩/২০২৫