কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে
কুকুরগুলো মানুষের মতো কাঁদে
আমিও সারা রাত জেগে থাকি
কুকুরের কান্না শুনি সারা রাত জেগে,
কুকুরগুলো সারারাত জেগে থাকে
আমার কান্না শুনে কেউ জেগে থাকে না;
আমি কি তবে কুকুরের চে' অধম?
নাকি কুকুরগুলো আমার মতো মানুষ।

কুকুরেরা বরাবর প্রভুভক্ত প্রাণী
আমিও কি কম তার চেয়ে বিশ্বাসী
নাকি আমার কোনো প্রভু নেই কোথাও,
এই যে এতো ভক্তি, এতো বিশ্বাস বুকে
এতো কষ্ট, এতো গ্লানি নিয়ে ডাকি
কোনদিন কেউ এসে বললো নাতো
শান্ত হও বৎস! আমিই তোমার প্রভু।

কুকুরেরা প্রভুদের এঁটো খেয়ে বাঁচে
বেমালুম ভুলে থাকে আসল খাবার,
প্রভুরা প্রসন্ন হয়, কুকুরেরা ধন্য;
আমিও অনাহারী কুকুরের মতোই
ক্ষুধায় জ্বলে পেট, মগজে বারুদ
ক্ষমা করো প্রভু, তোমার ভাগাড় শূন্য
আমিও কুকুর হবো মানুষের জন্য।

---------------