এই শহরেই ছিল একটি ঘর, পোড়ামাটির
এই শহরের পাশেই ছিল নদী, খরস্রোতা
এই শহরে ছিল একটি মেয়ে, বড়ো একা
এই শহরেই ছিল একটি ছেলে, বাঁশিওয়ালা।

ছেলেটির ভালোবাসা পোড়ামাটি-ঘর, বাঁশি
আর মেয়েটির খরস্রোতা নদী, সাঁতার।

এই শহরে একদিন সন্ধ্যা নেমেছিল
ভীষণ অন্ধকার নেমেছিল নদীটির বুকে,
ছেলেটি সুর তুলেছিল বাঁশিতে, সন্ধ্যা রাগে
মেয়েটি ঘর ছেড়েছিল একা, সূর্যোদয়ের আগে।

সেই শহরে একদিন চুপিসারে
মেয়েটি ফিরে আসে একা, বিষন্ন বিকেলে
খরস্রোতা নদীটির পাড়ে
পোড়াবাড়িটার ভিতর- বাহির
তন্নতন্ন করে সেই ছেলেটিকে খোঁজে
কোথাও পায়না তারে, শুধু চেয়ে দেখে
বাড়িটার ছাদের কার্নিশে বাসা বেঁধেছে
একজোড়া গিরিবাজ কবুতর
বাহির দুয়ারে কারা যেন সেঁটে দিয়েছে
নতুন নামফলক - পুরাতাত্ত্বিক যাদুঘর।
------------