সে রকম কষ্ট যদি আবার কখনো পাই
তখন না হয় দেখা হবে কবিতার আশ্রমে
শুধু সেইদিন অবধি স্নান শেষে
খুলে রেখো ভেজা চুল জানালার কাছাকাছি
বিশ্বাসের বিশুদ্ধ নির্যাসে বসন্ত বাতাস হবো।
ততদিনে চুলোয় যাক রবীন্দ্র রচনাবলী
মহাপ্রলয়ের তুফানে ডুবে যাক হিমালয়
হিরোশিমার মাটির গভীর রন্ধ্র থেকে
বারুদের তীব্র গন্ধ ভেসে আসুক লোকালয়ে,
ততদিনে না হয় পানশালাতে কালেভদ্রে
যতটুকু না হলেই চলে না, ততটাই চলুক
কেটে যাক জীবনের অস্পৃশ্য সময়।
সে রকম কষ্ট আবার যদি কখনো পাই
দোল উৎসবে লাজুক মুখে আবীর ছোঁয়াবো
মেঘের শরীর থেকে জলচর স্মৃতি এনে
উর্বশী শস্যের ক্ষেতে সুখের বৃষ্টি নামাবো।
আবার সে রকম কষ্ট পেলে
নির্জলা উপোস ভেঙে শারদীয় পূর্ণিমা হবো
শাশ্বত প্রেমের কবিতায় মুখাগ্নি করে
ছাই-ভস্ম জলাঞ্জলি দেবো ত্রিবেণী সঙ্গমে।
------------------