শিশিরের অভিজাত পতনের শব্দে
বিষন্ন সন্ধ্যার ঘুম ভাঙেনি এখনও,
রৌদ্রময় প্রলোভনে হেমন্তের সকাল
আড়মোড়া ভেঙে হঠাৎ গেয়ে ওঠে
কালিকাপ্রসাদের গান, প্রসন্ন চিত্তে।
কোজাগরী রাতের তারারা রঙ বদলায়
পেঁচার আয়ত চোখে উঁকি দেয় অমাবস্যা
বিলের শাপলা-শালুকেরা ডাঙায় বাঁধে ঘর,
শ্যাওলার সবুজ শরীরে ভেসে থাকে জলজ সরীসৃপ
তার ক্রোধের ফনায় মৌমাছির গুঞ্জন,
শিয়ালের গর্তে মেঠো ইঁদুরের জন্মোৎসব।

পরজন্মের ওপারে এক মৃত্যু পাহাড়
তারই চূড়ায় এ জন্মের বিবিধ শ্মশান,
নিরুত্তাপ সূর্যালোকে ভিখিরিরা দল বেঁধে
ছুটে চলে ঊর্ধ্বগামী প্রশস্ত ছায়াপথে......
বিভীষিকা ছড়িয়ে যায় আলোর উৎসবে।

অন্ধকারে জেগে থাকে রাজনীতির শকুন,
কাকেরা ভাগাড়ে খোঁজে অপমৃত্যুর সুষম বন্টন;  
হাভাতের গণ মিছিলে ফসলের অনুরাগ
জরা-ব্যাধি-ক্ষুধা আর মৃত্যুর আলিঙ্গন....
ক্ষমা করো বাসযোগ্য মানুষ
ক্ষমা করো উর্বরা মৃত্তিকা, মহা পৃথিবী।
________________
(২৬/০২/২০২৫)