আকাশ জুড়ে মেঘ জমেছে
আজকে তোমার মন খারাপের দিন,
ঝড় উঠেছে বাউল বুকে উথাল-পাতাল
অঝোর ধারায় কান্না তোমার
ধুয়ে দিয়ে বৃষ্টি-জলে
যখন তুমি মুখটি লুকাও স্নানের ঘরে,
আমি তখন বৃষ্টি কুড়াই আঁজলা ভরে
বুকের ভিতর বিছিয়ে রাখি
ভালোবাসার শীতলপাটি অথৈ জলে।