এখন আমার সময় আছে সময় নষ্ট করার
এখন আমার সাধ্যি আছে তোমার কাছে যাবার।
তুমি এখন দুষ্টু মেয়ে মুখ লুকিয়ে হাসো-
কিরে বাছা ছুটি হলো? বলেছিলাম না হবে!
'এবার মাত্র দু'দিন ছুটি পরের বারে বেশি'
শুনেই তোমার কী যে খুশী ব্যস্ত সারাবেলা
শুরু হলো পাড়া পড়শির গল্প শোনার পালা,
বাবার এখন নতুন নিয়ম মানতে হবে সবই
কোত্থেকে কী যোগাড় হবে খোকার যত শখ
বাজারশুদ্ধ আনতে হবে জানতে হবে তাঁকেই।
বাবার ছিলো প্রচুর সময় আমায় দিয়ে দেবার
আমার ছিলো দু'চার মিনিট কাজের কথা বলার,
বাবা এখন মিষ্টি হেসে বলে- 'কিছু বলবি?'
অনেক কথা বলার ছিলো সময় কোথা শোনার!
এবার আমার লম্বা ছুটি তোমার কাছে যাবো
মাগো তুমি এবার কেন চুপটি করে থাকো?
বাবাও কেমন নির্লিপ্ত রয় আমার ছুটি শুনে
পাড়াপড়শি কেউ এলোনা আমি আসবো জেনে,
এখন তোমার রান্নাঘরে বিদঘুটে এক অন্ধকার
বাজার ভর্তি ব্যাগটা হাতে বাবা কেন আসেনা আর!
আমার এখন সময় আছে তোমার কাছে থাকার
আমার এখন সময় আছে তোমায় ভালোবাসার।