আবার বৃষ্টি আসুক এই নগর জুড়ে
প্রবল বর্ষিত হোক চৈত্রের তপ্ত বালুচর
ধুলোয় ঢাকা ব্যস্ত জনপদ, বিষন্ন বৃক্ষরাজি;
পিয়াসী কাকের ঠোঁট দুরাশার পাথর ফেলে
কলসির তলানিতে জমে থাকা শেষ জলটুকু
ফিরে পাক নিজের মতন,
ব্যঙাচি'র শেষ সম্বল ডোবার ও-ই টুকু জলে
সাঁতারের ব্যর্থ চেষ্টা শেষে স্নানেই তীর্থ হোক,
নেড়ি কুকুর ফিরে পাক মনিবের সুশীতল ছায়া।

বৃষ্টি আসুক, তুমুল বৃষ্টিপাতে প্লাবিত হোক
এই অনাবৃষ্টির শহর, ইটের ইমারত, পাথরের দেয়াল
ছাদবাগানে বহুকাল জলের প্রতীক্ষায় থাকা
ফণীমনসা'র চারাগাছ,
জানালার কার্ণিশে ঝুলে থাকা বাগান বিলাস
বারান্দায় হাস্নাহেনার টবে বৃষ্টি পড়ুক দিনভর।

এমন ঘনঘোর বাদলের দিন ফিরে এলে আবার
তোমাকে ফিরিয়ে দেব প্রজাপতি সুখ
বিষন্ন সন্ধ্যায় এক কাপ চায়ের চুমুক
রবিঠাকুরের গান, হারানো গোল্লাছুট
বালিকা বেলা, অস্তাচলের সপ্তর্ষি মালা।

প্রবল বর্ষিত হোক পুস্পিত বৃষ্টি
রৌদ্রস্নাত বিবর্ণ জীবনের পাতায় পাতায়
তৃষিত স্থলচরে কাঙ্ক্ষিত জলাশয় হবো
মেঘের অরণ্যে তোমার এক আকাশ ভালোবাসা হবো।

----------------------------