আমার মাথার উপরে কোন আকাশ নেই
শুধু নীল নীল দীর্ঘশ্বাস
মাটির পৃথিবীতে বাস করে সভ্যতার পাথর
সেখানেই আমার ঘরবাড়ি, সেখানেই বসবাস।

অসীম শূন্যতায় ভেসে থাকা সোনালী চিল
দূর নীলিমায় গড়ে সুখের আবাসন
আমি তার বিষন্ন ডানার স্বপ্ন সারথি
সাঁঝের রূপসী অন্ধকারে প্রার্থনায় নতজানু হই,
বিকেলগুলো ডুবে গিয়ে নক্ষত্র হয়।

আমার পোড়া বাড়ির ভাঙা কার্নিশে
টিকটিকিদের বসতবাড়ি, ইঁদুরের মচ্ছব
খসে পড়া আস্তরণে তেল চিটচিটে রবীন্দ্রনাথ
সকাল- সন্ধ্যা চোখ রাঙিয়ে শাসিয়ে যায়
'আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া!'
অথচ একটা আস্ত দুপুর গিলে ফেলতে পারি
এমন অপেক্ষার উপোস নিয়ে ভাসতে ভাসতে
উজানে ফেলেছি নোঙর মাঝ দরিয়ায়,
জলের সীমানায় আগুনের মায়াজাল
পৃথিবীর গুঞ্জন, কানাকানি বিসর্জন শেষে
ডাঙার দিকে হাঁক শোনা যায়:
মাঝি, সাঁতার দিও না জলে.....!
--------------------------------
২৭/০৩/২০২৫