অভিমান জমে থাকা পাথুরে গুহায়
এক কাপালিক তার সংসার পেতেছে,
মৌনি অমাবস্যার প্রহর পেরিয়ে যায়
অমৃত জলে আঙুল ডুবিয়ে
সে এখন চাঁদের রহস্য নিয়ে খেলা করে।
আমার ত্রিবেনীর জল এখন শুস্ক জলাশয়
আলোর প্রহর পেরিয়ে একদিন ঠিকঠাক
নিশ্চিন্তে পৌঁছে যাবো নিরাশ্রয়
ঠিকানাবিহীন তোমার ঠিকানায়
যেখানে সিঁদুরে মেঘ দেখে পাখিরা ডানা ঝাপটায়।
নিকোটিন পোড়া ধূম্র জাল
ফুসফুস হতে হৃৎপিণ্ডে যেতে যতটা সময় লাগে
ঠিক ততটুকু সময় দিও তোমাকে দেখার।
------------------------
১৯/০৩/২০২৫