ছাইপাঁশ আর ভাল্লাগেনা খেতে
সানকিতে আর কী কী আছে জমা
অনাহারী অবুঝ আমার মন
কাঙালবেশে তোমার দ্বারে এসে
হাত পেতেছে কী দেবে তার পাতে।

তুমি এখন কুলীন বাড়ির বউ
যা ছিল শখ সবই তোমার জোটে
ইচ্ছে হলেই দিতে পারো সব
আমার তাতে সাধ মেটেনা মোটে।
তোমার গোলা শস্য দানায় ভরা
আমার ক্ষেতে কাদামাটির জল
রাই-সরিষা বুনেছি তার বুকে
ফুল-ফসলে উঠবে ভরে প্রাণ।

তুমি কি আর শুনবে বাউল গান
একতারাতে সুর বেঁধেছি পথে
কাঁধের ঝোলা শূন্য বারো মাস
ভালোবাসা কুড়াই হাটে বাটে,
কলসি তোমার ভরা থাকুক জলে
একটু কেবল বসতে দিও ঘাটে।

যে পথে মোর নিত্য আসা-যাওয়া
সেই গাঁয়েতে তোমার অধিবাস
জ্যৈষ্ঠ মাসে নাইওর যাবার কালে
গুড়ের নাড়ু, আমসত্ত্ব, তিলের খাজা
সঙ্গে নিও আর যা কিছু আমার
নীল শাড়িটা, নুপুরজোড়াও সঙ্গে নিও,
সখা তোমায় নিয়ে মেলায় যাবো এবার।

-------------------------------