আগামীকাল বড্ড দেরি হয়ে যাবে
যা বলার ছিল বলে ফেল অকপটে
রুদ্ধশ্বাসে বলে যাও জমানো কথা যত,
সুশীতল ছায়া কিংবা পড়ন্ত বিকেলগুলো
অপেক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত ভীষণ।
এখনো একফালি চাঁদ নির্ঘুম রাত জাগে
আকাশের গায়ে,
জোনাকিরা আলোর উৎসবে মেতে ওঠে
হাস্নাহেনার ডালে,
বাঁশবনে সারস পাখিরা এখনো মেলেনি পাখা
দূর বনে শেয়ালের ডাক থেমে গেছে
এখনো উজান মাঝি পাল তোলেনি নায়ে।

হৃদয় খুঁড়ে বেদনার জোয়ারে ভাসিয়ে দাও
নিমজ্জিত প্রেম, উষ্ণতার বালিয়াড়ি
আগামীকাল জোয়ার এসে ফিরে গেলে
আমি অথৈ মোহনায় ডুবে যেতে পারি,
আগামীকাল বড্ড দেরি হয়ে যাবে
আশা জাগানিয়া এক ভোরের নিস্তব্ধতায়
একমুঠো বৈশাখী কবিতা আমাকে দিও।

------------